• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

পানির নিচে চার হাজার হেক্টর জমির ধান


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০১৭, ১:৫২ PM / ৪০
পানির নিচে চার হাজার হেক্টর জমির ধান

ঢাকারনিউজ২৪.কম:

মঙ্গলবার ভোরে সুনামগঞ্জে বাঁধ ভেঙ্গে তিন উপজেলায় আরো তিনটি হাওরের চার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি ৪০ লাখ টাকা। তবে অন্যান্য হাওরেও পানি ঢুকছে বলে কৃষক ও জনপ্রতিনিধিরা জানান।

এদিকে, পাহাড়ি ঢল বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭.৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে তাহিরপুর উপজেলার আলমখালি বাঁধ ভেঙ্গে মাটিয়ান হাওরের তিন হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। দিরাই উপজেলার হোরামন্দিরা বাঁধ ভেঙ্গে হোরামন্দিরা হাওরের ৪০০ হেক্টর এবং ধরমপাশা উপজেলার সোনামোড়ল হাওরের আজরখালি বাঁধ ভেঙ্গে ৬০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। পাহাড়ি ঢল বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাওরে পানি ঢুকতে শুরু করেছে বলে সূত্র জানিয়েছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক বলেন, ‘সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাঁধ ভেঙ্গে ধরমপাশা উপজেলার সোনামোড়ল, দিরাই উপজেলার হোরামন্দিরা এবং তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। ইতোমধ্যে সব হাওরেই পানি ঢুকছে জানিয়ে তিনি বলেন, ‘এ তিনটি হাওরের ফসল ডুবিতে চার কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘পাহাড়ি ঢল বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অধিকাংশ হাওরই পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭.৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০১.৫২ পিএম/০৪//২০১৭ইং)