• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে রাজধানীতে ১১ হাজার পুলিশ


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০১৭, ১২:৪৮ PM / ৬৪
পহেলা বৈশাখে রাজধানীতে ১১ হাজার পুলিশ

ঢাকারনিউজ২৪.কম:

আসন্ন পহেলা বৈশাখে রাজধানীতে ১১ হাজার পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, পহেলা বৈশাখে কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ২৪ ঘণ্টা নজরদারির ব্যাবস্থা থাকবে।

ডিএমপি কমিশনার আরো বলেন, পহেলা বৈশাখে বিকেল ৫টার পর রাজধানীর উন্মুক্ত স্থান ও সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান নয়। এদিন রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হকারমুক্ত থাকবে।

বাঙালির প্রাণের এ উৎসবকে ঘিরে জঙ্গিরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আছাদুজ্জামান মিয়া।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১২.৪৮ পিএম/১১//২০১৭ইং)