• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১০:০৫ অপরাহ্ন

পল্লীবিদ্যুৎ ইনচার্জ বেলায়েতের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে স্বজনপ্রীতি


প্রকাশের সময় : মে ১০, ২০১৯, ১০:৪৫ AM / ৫৫
পল্লীবিদ্যুৎ ইনচার্জ বেলায়েতের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে স্বজনপ্রীতি

নিজস্ব প্রতিবেদক : গত ২৫ এপ্রিল মোঃ রিয়াজ হোসেন (পিতা নূরগাজী, গ্রাম চর হোসনাবাদ) এই নামে গ্রাহকের ১৩০ ফিট দুরত্বে একটি আবাসিক মিটার স্থাপন করতে যায় পটুয়াখালী পল্লীবিদ্যুতের বাউফল জোনালের আওতাধীন দশমিনা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ লাইন টেকনিশিয়ান জনাব বেলায়েত হোসেন একজন ইলেক্ট্রিশিয়ান হেলপার (নির্মল)কে পাঠায় মিটারটি স্থাপন করতে, উক্ত মিটার স্থাপন করতে সে গ্রাহককের স্তীকে ভয়ভিতি দেখিয়ে টাকা আদায় করে পরবর্তীতে উক্ত গ্রাহক পল্লীবিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান ও পটুয়াখালী পল্লীবিদ্যুতের জেনারেলের ম্যানেজার মহোদয় বরাবর ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে উক্ত ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়,তদন্তের দায়িত্ব দেওয়া হয় বাউফল জোনালের জুনিয়র ইন্জিনিয়ার জনাব পবিত্র কান্তি লাল সহ আরোএকজ কর্মকর্তাকে উক্ত তদন্তকারী ব্যাক্তি গত ৮-৫-২০১৯ ইং রোজ বুধবার অভিযুক্ত ইনচার্জ লাইন টেকনিশিয়ান জনাব বেলায়েত হোসেনকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ের তদন্ত শুরু করেন, তদন্ত করতে গিয়ে তারা দুজনেই গ্রাহক মোঃ রিয়াজ হোসেনকে তার মিটারটি খুলে নেওয়া সহ নানারকম ভয়ভীতি প্রদর্শন করেন,তাদের বিরুদ্ধে যদি আবারও গ্রহক কতৃপক্ষকে কিছু জানায় তাহলে তার মিটারটি খুলে নেওয়ারও ভয় দেখায়।

অভিযুক্ত ইনচার্জ জনাব বেলায়েত হোসেন এর বিরদ্ধে উক্ত এলাকায় ব্যাপক অনিয়মের খবর আছে,গত প্রায় দেড় মাস আগে দশমিনার সবুজবাগ এলাকায় একটি ট্রান্সফরমারে মাধ্যমে নতুন লাইন চালু করাহয়,তাতে বেশকিছু গ্রাহকে নতুন সংযোগ দেওয়া হয় সংযোগ প্রদানের দেড় মাস পর উদ্দেশ্য প্রনোদিত হয়ে ইনচার্জ বেলায়েত ঐ সকল গ্রাহকে বলে তাদের সংযোগগুলো অবৈধ এই বলে সে নতুন চালু করা ট্রান্সফরমারটির সংযোগ বিচ্ছিন্ন করে আসে,পরবর্তীতে গ্রাহকেরা বিষয়টি উচ্চমহলে অবগত করার ২-৩ ঘন্টার মধ্যে সে আবারও সেই লাইনটি চালু করা হয়।

আমরা জানতে পারি মিটারের সংযোগ দেওয়ার বৈধতা কেবল পল্লীবিদ্যুতের নিয়োগপ্রাপ্ত লাইনম্যান বা লাইন টেকনিশিয়ানদের কিন্তু একজন ইলেক্ট্রিশিয়ান কি করে প্রতিনিয়ত এই সংযোগ গুলো দিয়ে আসছে?
বিষয়গুলো জানার উদ্দেশ্য তদন্ত কারী কর্মকর্তা জনাব পবিত্র কান্তি লালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।


(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪৫এএম/১০/৫/২০১৯ইং)