• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

পত্নীতলায় পহেলা বৈশাখ ১৪২৫ উদযাপিত


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৮, ৮:৪৮ PM / ৫০
পত্নীতলায় পহেলা বৈশাখ ১৪২৫ উদযাপিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪২৫ বর্ণিল আয়োজনে দিনব্যাপী শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।

সকাল ৯টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিবসের সূচনা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর হতে নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে পান্তা-ইলিশ খাওয়ার ধূম পড়ে যায় অতিথিসহ সকল শ্রেণি পেশার মানুষদের মাঝে।

এরপর উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন এর সভাপতিত্বে  সকাল সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও স্থানীয় সাংসদ মোঃ শহীদুজ্জামান সরকার।

বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল করিম, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, থানা ওসি মাজহারুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ইসাহাক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা আ’লীগের সম্পাদিকা ফাতেমা জিন্নাহ ঝরণা, নজিপুর পৌর আ’লীগের সম্পাদক মিলটন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুল আহাদ, সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।

এসময় উপজেলার সকল শ্রেণি-পেশার সাধারণ মানুষ, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ও সুধীজন উপস্থিত থেকে অনুষ্ঠানটি সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে উপভোগ করেন।

(ঢাকারনিউজ২.কম/এসডিপি/৮:৪৬পিএম/১৪/৪/২০১৮ইং)