• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

পত্নীতলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৩, ৯:২০ PM / ১৪৫
পত্নীতলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে হাজারো দর্শনার্থীর ঢল নামে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ঘোষনগর ইউনিয়নের বরহট্টি মাঠে এ ঘোড়দৌড় খেলা স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবতাবাদী জিয়াউর রহমান (জনি) এর ব্যক্তি উদ্যোগে আয়োজন করা হয়েছে।

জানা যায়, এ ঘোড়দৌড় প্রতিযোগিতা খেলার প্রচারণা গত দুই সপ্তাহ আগে এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় এলাকার আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেকেই আবার আগের দিন চল আসে। ফলে ঘোড়দৌড় খেলার মাঠে দর্শনার্থীদের ছিলো উপচেপড়া ভীড়। দেশের বিভিন্ন জেলা হতে আগত ঘোড়সওয়ারীরা ৩ টি গ্রুপে এ খেলায় অংশগ্রহণ করে। এতে জেলার ধামইরহাট উপজেলার দেশ বরণ্যে নারী ঘোড়সওয়ারী তাসলিমা আক্তার ও হালিমা আক্তার দর্শনার্থীদের মন জয় করেন এবং হালিমা আক্তার বিজয়ী হন।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত ছিলেন ইউএনও রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানা ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, ঘোষনগর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। এসময় সামাজিক ও রাজনৈতিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।