• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

নেপালে শুরু হলো মোটরসাইকেল রফতানি


প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০১৭, ৮:৪৯ AM / ৪৭
নেপালে শুরু হলো মোটরসাইকেল রফতানি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : এবার দেশের বাজার ছাড়িয়ে বিদেশের মাটিতে রফতানি শুরু করেছে দেশীয় প্রতিষ্ঠার রানার অটোমোবাইল।

শনিবার নেপালের উদ্দেশে রফতানির প্রথম চালানটি পাঠায় প্রতিষ্ঠানটি। সড়কপথে পাঠানো চালানটি ভারত হয়ে নেপাল যাবে।

এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ময়মনসিংহের ভালুকায় রানারের নিজস্ব কারখানায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম চালানে মোট ১০টি ট্রাকে ২৫০টি মোটরসাইকেল নেপালের উদ্দেশে পাঠানো হয়েছে।

২১ জানুয়ারিকে রানার অটোমোবাইলসের জন্য ‘মাইলফলক’ উল্লেখ করে হাফিজুর রহমান খান বলেন, ‘আমরা ২০১১ সালে পূর্ণাঙ্গ মোটরসাইকেল উৎপাদনের অনুমোদন পেলেও ২০১২ সালের ২১ জানুয়ারিতে রানার অটোমোবাইলসের কারখানা উদ্বোধন করা হয়। পাঁচ বছর পর ঠিক একই দিনে আমরা প্রথমবারের মতো মোটরসাইকেল রফতানি করছি’।

বাণিজ্যমন্ত্রী বলেন, রফতানিতে শুধু তৈরি পোশাকের মধ্যে সীমাবদ্ধ না থেকে অপ্রচলিত পণ্য রফতানি সরকার এখন গুরুত্ব দিচ্ছে। এ জন্য ওষুধ, চামড়া, ফার্নিচারের মতো অনেক পণ্য রফতানিতে আর্থিক প্রণোদনা দিচ্ছে সরকার। আগামী অর্থবছরে মোটরসাইকেল রফতানিতে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। সূত্র : প্রথম আলো
(ঢাকারনিউজ২৪.কম/অারএম/৮:৪৫এএম/২২/১/২০১৭ইং)