• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

নীল গাউনে দুবাইতে ঐশ্বরিয়া


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০১৮, ১১:২৭ AM / ৪২
নীল গাউনে দুবাইতে ঐশ্বরিয়া

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বিনোদন পাতার খবরের শিরোনামে বরাবরই থাকেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার নীল রঙা গাউন পরে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। কান কিংবা অন্য কোনও ফেস্টিভ্যালে হাজির হয়ে সৌন্দর্য ছড়ান ঐশ্বরিয়া, এমন নয়। দুবাইতে একটি স্টোরের উদ্বোধনে গিয়ে ভক্তদের মোহাবিষ্ট করলেন ঐশ্বরিয়া। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেন ভারতের জিনিউজ পত্রিকা।

সম্প্রতি দুবাইতে একটি স্টোরের উদ্বোধনে হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন। নীল রঙের ‘ডিপ কাট’ গাউন পরে সেখানে হাজির হন ঐশ্বরিয়া। সেখানে হাজির হওয়া মাত্রই সবাইকে যখন নমস্কার করেন ঐশ্বরিয়া, তখন হাততালিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন সেখানকার মানুষ। এরপর ভক্তদের দাবিতেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজও দেন রাই সুন্দরী। পাশাপাশি সেখানে হাজির বেশ কয়েকজনের সঙ্গে ছবিও তোলেন ঐশ্বরিয়া।

সম্প্রতি অভিষেক এবং আরাধ্যর সঙ্গে ডিনারে বের হন ঐশ্বরিয়া। সেখানে গিয়ে পাপারাজ্জিকে দেখে যেমন হাসিমুখে পোজ দেন তিনি, তেমনি আরাধ্যও ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে শুরু করে।

ভিডিও লিংক: https://twitter.com/MissKyra12/status/951673833597034497

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:২৩এএম/১৩/১/২০১৮ইং)