• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

‘নির্বাচনে আসা না আসা বিএনপির ব্যাপার’


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০১৮, ৪:১৬ PM / ৬৫
‘নির্বাচনে আসা না আসা বিএনপির ব্যাপার’

 

ঢাকারনিউজ২৪.কম, মুন্সীগঞ্জ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসবে কি আসবে না এটা একান্তই বিএনপির নিজস্ব বিষয়। কেউ না এলে সরকারের কিছু করার নেই। সংবিধান মেনে নির্বাচন হবে।

আজ সোমবার(২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারি ও রাজনৈতিক কাজ নিয়ে আমরা খুবই ব্যস্ত। বিএনপির রাজনীতি নেতিবাচক। ভুলের চোরাবালিতে আটকে গেছে তারা। নয় বছরে যারা আন্দোলন করতে পারেনি, বাকি ৯ মাসে পারবে, এটি এখন আর কেউ বিশ্বাস করে না। বিএনপির সহিংস রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সারাদেশে মাত্র কয়েকটি জনসভা করেছেন। বিশেষ করে বিএনপি মহাসচিব ফখরুল সাহেবের ঠাকুগাঁওয়ে জনগণের যে উপস্থিতি দেখা গেছে, স্বাধীনতার পর তা কখনো হয়নি। চাঁদপুরে সর্ববৃহৎ জনসভায় যে উপস্থিতি, এতে প্রমাণ হয় আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগের নৌকাকে নির্বাচিত করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। কারণ, তারা জানে একমাত্র আওয়ামী লীগ সরকার আসলেই দেশের উন্নয়ন হয়।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভুল-ত্রুটি হলে তা সংশোধনের মানসিকতা আমাদের আছে। চাঁদের মধ্যেও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ এবং আমাদের সরকারেরও ভুলত্রুটি কিছু আছে। তবে আমরা যা করি দিবালোকের মতো স্পষ্ট। পদ্মা সেতুসহ সারাদেশে আমাদের উন্নয়ন আজ দৃশ্যমান বাস্তবতা।’

তিনি বলেন, ‘মানুষ চোখের সামনে উন্নয়ন দেখছে। এজন্যই তারা নৌকাকে বিজয়ী করবে। বিএনপি বলুক কি কাজ তাদের আছে, যা দেখে জনগণ তাদের ভোট দেবে? কিছুই নেই তাদের।’
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৪:১৫পিএম/২/৪/২০১৮ইং)