• ঢাকা
  • রবিবার, ১৬ Jun ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

নিপুন রায়‌কে ভারত যে‌তে বাধা


প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০১৯, ১১:৪৭ PM / ৩২
নিপুন রায়‌কে ভারত যে‌তে বাধা

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য অ্যাডভো‌কেট নিপুন রায় চৌধুরী‌কে ভারতে যে‌তে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্প‌তিবার দুপুর ১টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারতে যাওয়ার কথা ছিল।

দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যান তিনি। কিন্তু ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়।

নিপুন রায় চৌধুরী বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রা‌য়ের পুত্রবধূ।

‌নিপুন রায় ব‌লেন, ব্যক্তিগত সফরে স্বামী ও সন্তান নিয়ে ভার‌তের কলকাতায় চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থে‌কে ঢাকা ফেরার রিটার্ন টি‌কিটও আমাদের ছিল। কিন্তু, আমাকে মামলার অজুহা‌ত দে‌খি‌য়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যে‌তে দেয়‌নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

এর আগে গত ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে বাধা দেওয়া হয়। দুই ‌দি‌নের ব্য‌ক্তিগত সফ‌রে কলকাতা যাওয়ার কথা ছিল তার।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৪৮পিএম/১৮/৪/২০১৯ইং)