• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে দাবানলে শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০১৭, ১২:৩৯ PM / ৩৪
নিউজিল্যান্ডে দাবানলে শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ভয়াবহ দাবানলে শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য শহরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসির।

দাবানলের কারণে ক্রাইস্টচার্চ এবং প্রতিবেশি সেলউইন জেলায় জরুরি অবস্থা জারির পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের সহায়তা করতে ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

দাবানলে কমপক্ষে ১১টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুরো শহরে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এছাড়া মঙ্গলবার ওই এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন।

এদিকে, আগুন নেভাতে ১৩০ জনের বেশি দমকল কর্মী, ১৪টি হেলিকপ্টার এবং তিনটি বিমান দক্ষিণ দ্বীপে মোতায়েন করা হয়েছে। আগুনের গতি পরিবর্তিত হয়ে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় আশে পাশের এলাকার লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৩৮পিএম/১৬/২/২০১৭ইং)