• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

না ফেরার দেশে বিশ্বের প্রবীণতম মানুষ


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০১৮, ৬:৪১ PM / ৭২
না ফেরার দেশে বিশ্বের প্রবীণতম মানুষ

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক হিসেবে পরিচিত জাপানের নাবি তাজিমা মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস সোমবার জানায়, জাপানের কাগোশিমা শহরের একটি হাসপাতালে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্বের প্রবীণতম এই নারী ১৯০০ সালের ৪ আগস্ট জন্মেছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৭ বছর ৯ মাস ১৮ দিন। সাত মাস আগে অর্থাৎ ২০১৭ সালের সেপ্টেম্বরে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে পরিচিত জামাইকার ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর এই সম্মান তিনি পেয়েছিলেন। অবশ্য চলতি বছরের শুরু থেকেই বার্ধক্যজনিক রোগে ভুগছিলেন তাজিমা।

সাত পুত্র এবং দুই কন্যার মা তাজিমা বিশাল পরিবার রেখে গেছেন। নয় সন্তান ছাড়াও নাতি নাতনি মিলিয়ে পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১৬০ জনেরও বেশি বলে প্রতিবেদনে বলা হয়।

এমনিতেই জাপানের নাগরিকদের দীর্ঘায়ুর কারণে বিশ্বে সুনাম রয়েছে। গত বছরই জাপান সরকার জানিয়েছিল, সেদেশে প্রায় ৬৮ হাজার প্রবীণ মানুষ আছেন যাদের বয়স শতাধিক বছর।

তাজিমার মৃত্যুর পর বলা হচ্ছে জাপানেরই চিয়ো মিয়াকো এখন বিশ্বের প্রবীণতম নাগরিকের খেতাব পেয়েছেন। তারও বয়স ১১৭ বছর ১০ দিন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৬:৪০পিএম/২৩;৪;২০১৮ইং)