• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে নারায়ণগঞ্জে মীনা দিবস পালিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০১৮, ৯:০২ PM / ৩১
নানা কর্মসূচীর মধ্যদিয়ে নারায়ণগঞ্জে মীনা দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন : “মায়ের দেয়া খাবার খাই, মনের সুখে স্কুলে যাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে পালিত হলো মীনা দিবস-২০১৮। এ উপলক্ষে সদর উপজেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী সদর উপজেলা কার্যালয় চত্বর খেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ঘুরে  ফতুল্লার শিবু মার্কেটস্থ কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় যোগ দেয়। র‌্যালীটির নেতৃত্বে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ  মনিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমুর মন্ডল। সভায় আরো বক্তব্য রাখেন, সহকারি জেলা প্রাথমিক কর্মকর্তা মজিব আলম, সহকারি জেলা প্রাথমিক কর্মকর্তা শাহানা আফরোজ, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুরাইয়া ইসলাম প্রমূখ।

আলাচনা সভা শেষে যেমন থুশি তেমন সাজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেয় শিক্ষার্থী-শিক্ষকগণ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:৫৮পিএম/২৪/৯/২০১৮ইং)