• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

নাগরিকত্বের সঙ্গে পাসপোর্টের সম্পর্ক নেই : বিএনপি


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০১৮, ৪:১৬ PM / ৫৮
নাগরিকত্বের সঙ্গে পাসপোর্টের সম্পর্ক নেই : বিএনপি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক আশ্রয় কি, না বুঝেই আওয়ামী লীগের মন্ত্রীরা তারেক রহমানকে নিয়ে উল্টা-পাল্টা বক্তব্য দিচ্ছেন। আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেনে-শুনে কথা বলুন।

শুক্রবার(২৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, ‘এক মন্ত্রী বলেছেন- তারেক রহমান নাগরিকত্ব ত্যাগ করেছেন। আরেকজন বলছেন- আপাতত ত্যাগ করেছেন। আরে মশাই, নাগরিকত্বে আপাতত বলে কোনো জিনিস আছে নাকি?’

তিনি বলেন, ‘পাসপোর্ট আপাতত হতে পারে। কিন্তু, নাগরিকত্ব আপাতত হতে পারে না। তারেক রহমানের বাংলাদেশের নাগরিকত্ব আমৃত্যু পর্যন্ত। তাছাড়া তারেক রহমানের পরিচয় কোনো পাসপোর্টের ভিত্তিতে হতে পারে না। নাগরিকত্বের সঙ্গে পাসপোর্টের কোনো সম্পর্ক নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপিতে তারেক রহমানের নেতৃত্ব এত বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ যে, সেটি ক্ষমতাসীনদের পীড়া দিচ্ছে। ফলে তারা তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

খালেদার অসুস্থতার বিষয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা খুবই অসুস্থ, উনি গুরুতর অসুস্থ। উনার অসুস্থতা আজকে জাতিকে শঙ্কা দিকে নিয়ে যাচ্ছে।’

আমীর খসরু বলেন, ‘সরকারের কিছু মন্ত্রী বলেছেন- হায়াৎ-মউত আল্লাহর হাতে, উনার তো বয়স হয়েছে। এ ধরনের মন্তব্য শুধু ষড়যন্ত্র না, এটা কুরুচিপূর্ণ।’

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আওয়ামী লীগ মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারের সুযোগ চেয়ে প্রস্তাব দিয়েছে। সেটা নিয়ে কমিশন উঠেপড়ে লেগেছে। অথচ এক সপ্তাহ আগেই আমরা কিছু প্রস্তাব দিলেও সেগুলো নিয়ে কোনো আলোচনাই করছে না ইসি।’

খালেদা জিয়া মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৪:১২পিএম/২৭/৪/২০১৮ইং)