• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

না’গঞ্জে কুতুববাগ ওরশ ২৮ ফেব্রুয়ারী শুরু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০১৯, ১০:২৫ AM / ৩১
না’গঞ্জে কুতুববাগ ওরশ ২৮ ফেব্রুয়ারী শুরু

নারায়ণগঞ্জ সংবাদদাতা : কুতুববাগ দরবার শরীফের ৩ দিন ব্যাপী ওরশ ও বিশ্ব জাকের ইজতেমা ২০১৯ আগামী ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হবে। সকলকে ওরশে যোগ দানের আহবান জানিয়েছেন কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সোমবার (২৫ ফেব্রুয়ারী দুপুরে সংবাদ সম্মেলন করে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন লিখিত বক্তব্যে জানান, বন্দর থানার পুরতন রেল লাইন সংলগ্ন কুতুববাগ দরবার শরীফ প্রাঙ্গনে তিনদিন ব্যাপী ওরশ আগামী ২৮ ফেব্রুয়ারী শুরু হয়ে শেষ হবে আগামী ২ মার্চ শনিবার ফজর নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে। এ সময় মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের পীর হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দী মোজাদ্দেদী কুুুববাগী। তিনি আরো জানান, ওরশ কে কেন্দ্র করে প্রশাসনের নিরাপত্তার সহযোগিতা নিশ্চত করা হয়েছে। এছাড়া সকল খাদমত ও কর্মীদের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২০এএম/২৬/২/২০১৯ইং)