• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০১৯, ৬:১৮ PM / ৩২
নওগাঁর পত্নীতলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় রবি/২০১৯-২০ মৌসুমে ভুট্টা, সরিষা, পেঁয়াজ, শীতকালীন মুগ এবং পরবর্র্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্র্র্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উক্ত কর্র্মসুুচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুুল গাফফার। এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:২০পিএম/২৩/১১/২০১৯ইং)