• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

দেশে ফেরার আকুতি সৌদিতে নির্যাতনের শিকার বাংলাদেশী গৃহকর্মী রাহিমার(ভিডিও)


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২২, ১১:২৮ AM / ২৭৮
দেশে ফেরার আকুতি সৌদিতে নির্যাতনের শিকার বাংলাদেশী গৃহকর্মী রাহিমার(ভিডিও)

সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকা : মাত্র ৫ মাসের প্রবাস জীবনে সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে নানা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পরেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর মাসদাইর এলাকার মৃত. আমির হোসেনের মেয়ে রাহিমা আক্তার ওরফে ঝুনু (যার পাসপোর্ট নং- A00645695)। ২ কণ্যা শিশুকে মানুষ করতে স্বামীহারা গার্মেন্টস কর্মী রাহিমা অনেক স্বপ্ন নিয়ে পাড়ি জমান সৌদিতে। তবে স্বপ্ন আর বাস্তবতার অমিল তাকে অসুস্থ করে তুলেছে মানসিকভাবেও। বাংলাদেশ থেকে সৌদি যাবার তিক্ত অভিজ্ঞতার কথা বলতে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন- ‘ অনেক স্বপ্ন নিয়ে মেয়ে দুটিকে লেখাপড়া করিয়ে মানুষ করতে সৌদি আসছিলাম। কিন্তু এখানে আসার পর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।’

রাহিমা অভিযোগ করে বলেন- ‘নারায়ণগঞ্জের চর কাশিপুর দিঘলিপট্টি গ্রামের দালাল জিয়া বলছিল সৌদি কাজে এলে আমাকে ভাল থাকা-খাওয়া দিবে, মাসে মাসে ১ হাজার রিয়েল বেতন দিবে। কিন্তু এখানে আসার পর থেকে কফিলের অত্যাচারে আমার কোমড়ের হার ভেঙে গেছে, সোজা হয়ে টয়লেটেও যেতে পারি না, শরীর অনেক খারাপ, কিছু খেলেই বমি হয়, গরম হাড়ির উপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়াতে হাত পুরে গেছে।’

http://www.dhakarnews24.com/wp-content/uploads/2022/02/GCKaQjWtpIbZPQGAEgKwZTgYGjH.webp

রাহিমা বলেন- ‘আকামা কার্ড (শ্রমিক পরিচিতি কার্ড) পাওয়ার পর নাজির নামে এক মালিকের বাসায় নিয়ে যাওয়া হয় আমাকে। সেখানে গিয়ে বাসার সব কাজ করার পরেও তারা আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে, যখন তখন মারধর করে, ১ বেলা শুকনো রুটি খেতে দেয়। আমি আর কোনোভাবেই পারছিলাম না। কিন্তু দালাল এবং এজেন্সি(‘খান ট্যুরস এন্ড ট্রাভেলস্’) কতৃপক্ষকে বিষয়টি বার বার জানানোর পরেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। তারা গত ১৪ ফেব্রুয়ারি আমাকে তাদের তত্বাবধানে একটি হোটেলে এনে বন্দি করে রাখে। আমাকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়নি। এমনকি বার বার দেশে ফেরার জন্য আকুকি করলেও তারা আমাকে কোনো ধরনের সাহায্য করছে না। সব মিলিয়ে আমি এখন জাহান্নামে আছি।’

http://www.dhakarnews24.com/wp-content/uploads/2022/02/GCKaQjWtpIbZPQGAEgKwZTgYGjH.webp

এদিকে রাহিমার বিষয়ে ঢাকার পুরানা পল্টন বকশি হোটেলের পাশে অবস্থিত ‘খান ট্যুরস এন্ড ট্রাভেলস্’ কতৃপক্ষের সাথে কথা বলতে চাইলে জাহিদুল ইসলাম সুমন নামে এক কর্মকর্তা রাহিমার অভিযোগকে মিথ্যে দাবি করে বলেন- ‘রাহিমা অভিনয় করছে। ও কোনোভাবেই অসুস্থ না। রাহিমা বলেছে ও পরবর্তি অন্য যে কোনো কফিলের বাসায় কাজ করতে আগ্রহী।’

এদিকে এক ভিডিও বার্তায় দেশে ফেরার জন্য আকূল আকুতি জানিয়ে সাহায্য চেয়েছেন অসহায় গৃহকর্মী রাহিমা ও তার পরিবার।

ভিডিও সংবাদটি ক্লিক করুন-

https://www.youtube.com/watch?v=np6BDeJ3S-A