• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

দিরাইয়ে সকল গ্রুপের সমন্বয়ে উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি গঠন


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০১৯, ৯:২৪ PM / ৩৪
দিরাইয়ে সকল গ্রুপের সমন্বয়ে উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার জেলা সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এর যৌথ স্বাক্ষরে ঘোষিত কমিটিতে আহ্বায়ক আছাব উদ্দিন সরদার ও প্রথম সদস্য আলতাব উদ্দিন মাস্টার রেখে ৪৪ সদস্য বিশিষ্ট দিরাই উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
আগামী ২৪ নভেম্বর ২০১৯, দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
দীর্ঘদিন একক আধিপত্য বিস্তার করে থাকা সেন গ্রুপের বাইরে সমসংখ্যক সদস্য সামাদ গ্রুপ তথা মতিউর মুকুট বলয়ের নেতৃত্বদানকারী, জেলা সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন মাস্টার এবং উনার অনুসারী বিপুল সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত হওয়ার দিরাইয়ে রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ক্ষমতার স্রোতের বাইরে থাকা মতিউর মুকুট বলয়ের আলতাব উদ্দিন মাস্টারের অনুসারীরা ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটিতে স্থান পাওয়া উল্লেসিত।
অপর দিকে বিগত উপজেলা নির্বাচনের প্রেক্ষিতে সৃষ্ট বিরোধ ঘি ঢেলেছে গতকালের হাতাহাতির ঘটনা! দুই গ্রুপের এক হওয়ার সম্ভাবনা আরো ক্ষীণ হয়েছে।
ড. জয়াসেন গুপ্তার উপস্থিতিতে ২১ সদস্যদের কমিটির বাইরে প্রদীপ রায় ও মেয়র মোশাররফ মিয়ার গ্রুপের আরও দুই-একজনকে ঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে উভয় গ্রুপই নিজনিজ অবস্থান সংহত করতে যে যার মত লবিং করেছেন এখনো অব্যাহত রাখবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপজেলা আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেছেন।
বাবু সুরঞ্জিত সেন গুপ্তের অনুসারীরা প্রথম বারের মতো প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়লেও মেয়র মোশাররফ মিয়া ও প্রদীপ রায়ের সম্পর্ক জোরা লাগাতে পারেননি কেউই।
এখন দেখার বিষয় ২৪ নভেম্বর রাজনৈতিক নয়া মেরু করণে কে কোন অবস্থানে ঠিকে থাকতে পারেন।
দিরাই উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি :
আহবায়ক আছাব উদ্দিন সরদার। প্রথম সদস্য আলতাব উদ্দিন (মাস্টার), অন্যান্য সদস্য- প্রদীপ রায়, অ্যাড. সুহেল আহমদ, অ্যাড. আজাদুল ইসলাম রতন, সিরাজউদ্দৌলা তালুকদার, হাফিজুর রহমান তালুকদার, হুমায়ুন রশিদ লাভলু, জাহাঙ্গীর চৌধুরী, মো. মোশারফ মিয়া, শিবলী আহমেদ বেগ মকসুদ আলম, লুৎফুর রহমান(এওরম মিয়া), আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, অ্যাড. অভিরাম তালুকদার, আব্দুল কুদ্দুস(চেয়ারম্যান), হাজী ছাদিকুর রহমান, ছাদ উদ্দিন মিয়া, মারফত মিয়া, জগদীশ সামন্ত, ফারহান চৌধুরী ফারুক, জয় কুমার বৈষ্ণব, দুদু মিয়া, ধনীর রায়, সফিক মিয়া, অ্যাড. শহিদুল হাসমত খোকন, শাহরিয়ার আহমেদ শামীম, ফজলে রাব্বী, মো. ফোয়াদ আল নোমান, বিকাশ চন্দ্র রায়, হারুন মিয়া, নুরুর ইসলাম, রঞ্জন কুমার রায়, আব্দুর রশিদ, সেবুল রেজা চৌধুরী, পরিতোষ রায়, শঞ্জু সেন তালুকদার, সৌম্য চৌধুরী, জহিরুল ইসলাম জুয়েল, শামীম হোসেন, মাহবুবুল আলম সুহেল, শংকর নাগ, , আছদ উল্লা, একরার হোসেন।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৯:২৩পিএম/১০/১১/২০১৯ইং)