• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

ত্রিশ হাত মাটির নিচে থাকলেও বাইর কইরা আনমু : শামীম ওসমান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০১৮, ১২:৪৭ AM / ৩৪
ত্রিশ হাত মাটির নিচে থাকলেও বাইর কইরা আনমু : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মাদক ব্যবসায়ীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে এবং এলাকার মানুষকে অভয় দিয়ে সাংসদ শামীম ওসমান বলেছেন, “ভয় পাবেন না, এই এলাকার এমপি কিন্তু শামীম ওসমান। আমি কোনো গাঙ্গ থেইকা ভাইসা আসি নাই। আমার কোনো মাস্তান দরকার নাই, সন্ত্রাস দরকার নাই। আমি একলা হাইটা গেলেই বিশ পঞ্চাশ হাজার মানুষ যোগান দেই। যদি কেউ মাদক বেঁচে, সন্ত্রাস করে প্রশাসন ব্যবস্থা নিবে। দরকার হইলে আমাকে জানাইবেন। ত্রিশ হাত মাটির নিচে হইলেও হাত দিয়া বাইর করা নিয়া আসমু। তারপরও কাউকে ছাড় দেবো না।”

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার কুতুবপুর তুষারধারায় সন্ত্রাস, মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে ওই কথা বলেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান।এলাকাবাসী উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, “মাদক খেলে কে খায়? আপনার ছেলে খাবে, আপনার মেয়ে খাবে। কিন্তু যে মাদক বেচে সে কি সত্যি সত্যি আপনার ছেলে? তা হইলেই ভয় পান কাকে? হ্যাঁ ভয় পাইতেও পারেন। কারণও আছে ভয় পাওয়ার। আমি বুঝি কেন ভয় পান। কারণ, আমি যখন কোথাও বক্তৃতা দিই তখন আমার ডান পাশে খাড়ায়া গেছে একজন আইসা। এরপর একটা পোজ দিয়া ছবি তুলে। পরে ওই পোজ দেয়া ছবি পোষ্টারেও লাগায়া দেয়। আপনে মনে করেন বাবারে বাবা, এ তো শামীম ওসমানের লোক! ওই শালায় নিজেই মাদক বেচে। ঠিক আছে না? আবার কিছু পুলিশ ও পুলিশের ফর্মা টর্মাও আছে এর সাথে। আবার সব সমানও না। হাতের পাঁচ আঙ্গুল সমান না।”তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সম্পর্কে বলেন, আমি এসপি সাহেবের সামনে বললে উনি ভাববেন হয়তো উনারে খুশি করতাছি। আসলে উনি লোক ভালো না কিন্তু, যারা মাদক বেচো, সন্ত্রাস করো তাদের বলবো, উনি কিন্তু লোক ভালো না। আমার থেকেও অনেক বেশি খারাপ। উনি কিন্তু এলাকায় জনপ্রিয়তা করতে আসে নাই। সাধারণ মানুষ যেন দরজা খুলে ঘুমায় এবং ঘুমাতে পারে, আমার মেয়ে যাতে রাতের ১২ টার সময় রাস্তায় একা হাটতে পারে, সে জন্যই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় আমার মা শেখ হাসিনা উনার মতো একটা বাঘের বাচ্চা এখানে পাঠিয়েছেন।”শামীম ওসমান পুলিশ সুপারকে উদ্দেশ্যে করে বলেন, “আমি দল বুঝি না, আমার ব্যক্তি বুঝিনা আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনি যেমন যশোরকে কিন করে দিয়া আসছেন, নারায়ণগঞ্জকে তেমন কিন করেন এখানকার জনগণ আপনার পাশে থাকবে। মানুষ অন্য কিছু কম মেনে নিতে রাজি আছে, কম হলেও চলে। কিন্তু মানুষ একটু শান্তিতে থাকতে চায়।” ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদেরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. ইমরান মেহেদী হাসান সিদ্দিকী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো:আব্দুল খালেক প্রমুখ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৪২এএম/২৩/৯/২০১৮ইং)