• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

তোমার মঝেই ডুবতে চাই


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০১৭, ৫:০০ PM / ৩৪
তোমার মঝেই ডুবতে চাই

নাবিলা আলম পলিন

________________________________

আমি ডুবতে চাই
নিজের ভেতর নিজেই
আমি, একটু একটু
করে ডুবতে চাই।
আমি ডুবতে চাই
আমি তোমার আলোয়
আলোকিত হয়ে
তোমার বুকেই
ফিরতে চাই।
আমি ডুবতে চাই।
আমি তোমার ঠোঁটের
স্পর্শ ছুয়ে হৃদয়ে
কম্পন বাড়াতে চাই।
আমি তোমার বুকের
গহীন অরণ্যে প্রেমের
খেয়ালে হারাতে চাই।
আমি ডুবতে চাই।
সকাল, দুপুর সন্ধ্যে
বেলায় তোমার প্রেমেই
মরতে চাই।
আমি রাত্রি হলে ক্লান্ত হয়ে
তোমার বুকে ফিরতে চাই।
আমি ডুবতে চাই।

২৭-৩-২০১৭