• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

“তুমি এলে না এমন ফাগুনে”


প্রকাশের সময় : মার্চ ১৬, ২০১৮, ১২:০৩ AM / ৩৯
“তুমি এলে না এমন ফাগুনে”

ইখতিয়ার উদ্দীন আজাদ
————————————–
তুমি এলে না এমন ফাগুনে…
ফুটেনি ফুল; গায়নি কোকিল!
পিয়াসী পরাণ; গভীর মমতায়…
খুঁজে খুঁজে পথ হয় ভুল!

তুমি এলে না এমন ফাগুনে…
ছুটেনি নদী স্রোত, বহেনি বায়ু!
ছবির মতোন; যুগল আঁখি-
কী শোকে কাঁদায় পরাণ।

তুমি এলে না এমন ফাগুনে…
ওঠেনি চাঁদ, ফোটেনি তারার মেলা!
জীবন যখন; যেখানে যেমন-
অলস অন্তর কেটে যায় প্রহর।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
পত্নীতলা, নওগাঁ।