• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

তীব্র তাপদাহে বন্ধ নেই প্রবাসীদের কঠোর পরিশ্রম


প্রকাশের সময় : মে ২৫, ২০১৭, ১১:২৮ PM / ৮৭
তীব্র তাপদাহে বন্ধ নেই প্রবাসীদের কঠোর পরিশ্রম

 

রুবেল মো. সেলিম, সৌদি আরব : তীব্র তাপদাহে জনজীবন কয়েকদিন ধরে অতীষ্ঠ। মধ্যপ্রাচ্যে গরমের পুরো সময়টা সর্বনিম্ন ৩৮ থেকে সর্বোচ্চ ৪৮ – ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। গোসলের পানি থাকে ফুটন্ত পানির মত, যা শরীরে পড়লে মনেহয় ‘এই বুঝি পুড়ে গেল’! আর দুপুরের সময়টা বাইরে থাকলে মাথা ফেটে মগজ বের হওয়ার মত অবস্থা হয়।

উল্লেখ্য, অধিকাংশ প্রবাসীদের’ই শীত–গ্রীষ্ম সব মৌসুমে বাইরে কাজ করতে হয়। অনেকে মনে করেন, প্রবাসীরা’তো শীতাতপ নিয়ন্ত্রিত আবদ্ধ ঘরে কাজ করে, গরমে তাদের কি? যারা এমনটা ভাবেন তাদের অবগতির জন্য বলছি, ৫% প্রবাসীরও শীত অথবা গ্রীষ্মে শীতাতপ নিয়ন্ত্রিত আবদ্ধ ঘরে কাজ করার সৌভাগ্য হয়না, খোলা আকাশের নিচেই বেশীর ভাগ প্রবাসীর কর্মস্থল!

প্রবাসীদের এই কষ্টের কথা দেশের লোকজন (পরিবার-পরিজন) একবারও কি ভাবে? ভাববে কেন, প্রবাসীরা’তো মানুষ না – টাকার গাছ! যখন ইচ্ছা নাড়া দিবেন, নাড়া দিলেই’তো টাকার বৃষ্টি! আপনাদের ভালো রাখতে প্রবাসীদের এত কষ্ট, আপনাদের ভাল থাকা দেখলে প্রবাসীদের মুখে হাসি ফুটে। দোয়া করি আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ্‌ আপনাদের নিরাপদ রাখুক, আমীন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:২৫পিএম/২৫/৫/২০১৭ইং)