• ঢাকা
  • বুধবার, ২২ মে ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

তিনদিনের বৃষ্টিতে ফতুল্লায় জলাবদ্ধতা : চরম দুর্ভোগে এলাকাবাসী


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০১৮, ১২:২৬ AM / ৬৫
তিনদিনের বৃষ্টিতে ফতুল্লায় জলাবদ্ধতা : চরম দুর্ভোগে এলাকাবাসী

এ.আর.কুতুবে আলম, নারায়ণগঞ্জ : শ্রাবনের দিন-রাত টানা তিনদিনের বৃষ্টিতে আবারও ফতুল্লার চৌধুরীবাড়ি, লালপুর, পৌষার পুকুর পাড়, আল-আমিন বাগ, গাবতলী, তাগারপাড় ইসদাইর সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে জীবন যাপন করছে ঐ এলাকার মানুষেরা।

এলাকা সূত্রে জানা যায়, ফতুল্লার লালপুর, চৌধুরী বাড়ি, পৌষার পুকুরপাড়, গাবতলী তাগারপাড়, আল আমিনবাগ, ইসদাইরসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে। ঐ এলাকার বাড়ি ঘরে খাবার পানিসহ নানা সমস্যায় জরজড়িত সাধারন মানুষেরা। রান্নাঘর টিউবওয়েল সহ বসত ঘরে পানি ঢুকে মানুষের মানবেতর ভাবে বসবাস জীবন যাপন করছে। গত ৩দিন শ্রাবনের টানা বর্ষনে এই জলাবদ্ধতার পানি বৃদ্ধি পেয়েছে। স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষের চলাচলে ভীষন ভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে। রাস্তা আর তাগারের পানি একাকার হয়েগেছে। রাস্তার ড্রেনের ময়লা পানি আর তাগারের পানি রাস্তার উপর জমে আছে। ফলে রাস্তায় দেখা যায় মানবের মলমূত্র সহ নোংরা ময়লা আবর্জনা। এই ময়লা পানিতে চলাচলের ফলে নানা প্রকার সংক্রামক রোগে ভূগছে অনেকেই।

এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। যাতে উল্লেখিত এলাকার পানি নিস্কাশনে এগিয়ে এসে জনগনের দু:খ লাগব করতে আগ্রাহী হন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:২৫এএম/২৬/৭/২০১৮ইং)