• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

তারেক রহমানের ভিডিও কনফারেন্স ঠেকাতে ‘স্কাইপি’ বন্ধ করল বিটিআরসি


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০১৮, ১০:৪৪ PM / ৭৯
তারেক রহমানের ভিডিও কনফারেন্স ঠেকাতে ‘স্কাইপি’ বন্ধ করল বিটিআরসি

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার বিষয়কে কেন্দ্র করে অনলাইন যোগাযোগ মাধ্যম ‘স্কাইপি’ বাংলাদেশে বন্ধ করে দিয়েছে ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন’ (বিটিআরসি)।

রোববার (১৮ নভেম্বর) রাত থেকে দেশে সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরদের স্কাইপি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিটিআরসির একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন। সে কারণে স্কাইপি বন্ধ করা হয়েছে।

তবে ওই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে রাজি হয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানিয়েছে, বিটিআরসির ওই নির্দেশনা পাওয়ার তারা স্কাইপি বন্ধ করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে স্কাইপির সব সেবা বন্ধ রয়েছে।

তবে শুধুমাত্র স্কাইপি বন্ধ করা হলেও ভিডিও কনফারেন্স করার মতো অন্যান্য অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৪৫পিএম.১৯.১১.২০১৮ইং)