• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

‘তারেক বাংলাদেশের নাগরিক নন’


প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০১৮, ৮:১১ PM / ৪৩
‘তারেক বাংলাদেশের নাগরিক নন’

ঢাকারনিউজ২৪.কম ঢাকা : (ইউএনবি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর বাংলাদেশের নাগরিক নন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

২৬ এপ্রিল, বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তারেকের হাতে পাসপোর্ট ছিল, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন। কিন্তু তিনি ব্রিটিশ সরকারের কাছে তার পাসপোর্ট সমর্পণ করে দিয়েছেন। তিনি কীভাবে বাংলাদেশের নাগরিক থাকেন?’
নাগরিকত্ব বিষয়ে আনিসুল আরও বলেন, ‘যখন একজন বাংলাদেশি নাগরিক দেশে থাকেন তখন তার পাসপোর্ট থাকা নিয়ে কোনো প্রশ্ন ও সমস্যা হয় না। কিন্তু যখন একজন বাংলাদেশি বিদেশে থাকেন তখন তার পরিচয় হচ্ছে পাসপোর্ট।’

তারেক বাংলাদেশের নাগরিক থাকতে চান না বলেই পাসপোর্ট সমর্পণ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিতর্ক আমি শুনেছি। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রাজনৈতিকভাবে তার পাসপোর্ট যুক্তরাজ্য সরকারের কাছে সমর্পণ করেছেন। এর মানে হচ্ছে, তারেক বলছেন যে, তিনি বাংলাদেশের নাগরিক থাকতে চান না এবং রাজনৈতিক আশ্রয় চান।’

আনিসুল হক জানান, তারেক যখন যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন তখন বন্ড দিয়ে গিয়েছিলেন। আর এর অর্থ হচ্ছে, তিনি স্বেচ্ছায় বলেছেন যে তিনি বাংলাদেশের নাগরিক থাকতে চান না। তিনি রাজনৈতিক আশ্রয় চান। তবে তারেককে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কি না সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।

এ সময় তারেক রহমানের সংবাদ ও ভিডিও প্রচারে হাইকোর্টের আদেশ অনুসরণ করতে টিভি চ্যানেল ও মিডিয়া হাউসগুলোর প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকারনিউজ২৪.কম/এসই/৮:০০পিএম/২৬/০৪/২০১৮্ইং