• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

তামিলনাড়ুর আস্থাভোটে জয়ী পালানিস্বামী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০১৭, ৫:৫৮ PM / ৩৩
তামিলনাড়ুর আস্থাভোটে জয়ী পালানিস্বামী

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : তুমুল হইহট্টগোলের মধ্যেই আস্থাভোটে জয় পেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপপাডি কে পালানিস্বামী। তার পক্ষে ভোট দিয়েয়েছেন ১২২ জন বিধায়ক। তার আগে অবশ্য বিধানসভায় তুমুল গোলমাল, ভাঙচুর চালানোয় বহিষ্কার করা হয় ৮৯ জন বিধায়ককে। শশিকলার বিরোধিতা করে বিধানসভায় মোটেও ঠাঁই পেলেন না এআইএডিএমকে-র বিদ্রোহী নেতা পন্নীরসেলভম। তিনি পেয়েছেন মাত্র ১১টি ভোট।

পালানিস্বামী সম্পূর্ণ বিরোধীশূন্য বিধানসভায় জয় পেলেন। ভোটাভুটির আগে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয় ডিএমকে-র ৮৮ এবং আইইউএমএল-এর ১ জন বিধায়ককে। এর প্রতিবাদে ওয়াক আউট করে কংগ্রেস।

এদিন সকাল ১১টায় অধিবেশন শুরুর পরই গোপন ভোটাভুটির দাবিতে চিৎকারর-চেঁচামেচি শুরু করে ডিএমকে এবং কংগ্রেস। বাধ্য হয়ে দু-বার অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল। চেয়ার ছোঁড়াছুঁড়ি, টেবিল ভাঙচুর, মাইক্রোফোন ছুঁড়ে মারা মধ্যে মার্শাল দিয়ে এসকর্ট করে বাইরে বের করে নিয়ে যাওয়া স্পিকারকে। তার শার্ট ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান তিনি। সূত্র : এই সময়

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:৫৫পিএম/১৮/২/২০১৭ইং)