• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

‘তাইওয়ানকে চীনের সঙ্গে অবশ্যই যুক্ত করা হবে’


প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০১৯, ১০:২৬ PM / ২৭
‘তাইওয়ানকে চীনের সঙ্গে অবশ্যই যুক্ত করা হবে’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : তাইওয়ানকে ‘অবশ্যই’ চীনের সঙ্গে যুক্ত করা হবে, এটা দেশটিকে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শি জিনপিং বুধবার বলেছেন, তাইওয়ানের একত্রিকরণ নিশ্চিত করার একটি পন্থা হিসেবে বেইজিং সেখানে তাদের সামরিক বাহিনীর ব্যবহার পরিত্যাগ করবে না।

এ সময় জোর দিয়ে তিনি বলেন, তাইওয়ান কোনো একদিন মূল ভূখণ্ডের সাথে আবারো একীভূত হবে।

শি বলেন, বেইজিং সেখানে বহিরাগত বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের পথ খোলা রেখেছে যাতে শান্তিপূর্ণ একত্রীকরণের এবং তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী কর্মীদের ব্যাপারে পদক্ষেপ নেয়া যায়।

দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ৪০ বছর উপলক্ষে দেয়া ভাষণে, তিনি একদেশে দুই ব্যবস্থার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে বেইজিংয়ের সঙ্গে একীভূত করার আশা পুনর্ব্যক্ত করেন।

তাইওয়ান স্বশাসিত এবং কার্যত স্বাধীন হলেও, কখনো এটিকে আনুষ্ঠানিকভাবে চীনের মূল ভূখণ্ড থেকে এটিকে বিচ্ছিন্ন ঘোষণা করা হয়নি।

বেইইজিং এটিকে দলত্যাগী প্রদেশ মনে করে।

১৯৫০ সালে কম্যুনিস্ট শক্তির কাছে চীনের জাতীয়তাবাদী সরকার পরাজিত হওয়ার পর থেকে তাইওয়ান স্বায়ত্তশাসিত একটি গণতন্ত্র এবং কার্যত এটি স্বাধীন জাতি হিসেবে অস্তিত্ব বজায় রেখে আসছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩০পিএম/২/১/২০১৯ইং)