• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

তথ্য কেলেঙ্কারির পরেও আয় বেড়েছে ফেসবুকের


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৮, ২:০৬ PM / ৩৮
তথ্য কেলেঙ্কারির পরেও আয় বেড়েছে ফেসবুকের

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : সাম্প্রতিক ক্যামব্রিজ কেলেঙ্কারিতে তথ্য চুরির ঘটনায় কোণঠাসা হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তা সত্ত্বেও দেখা গেছে, ফেসবুকের আয় আগের থেকেও বেশি। আপাতদৃষ্টিতে মনে হবে এই কেলেঙ্কারিতে উপকারই হয়েছে ফেসবুকের।

২৬ এপ্রিল, বৃহস্পতিবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০১৮ সালের প্রথম তিন মাসে ফেসবুকের আয় দেখা গিয়েছে ১১.৯৭ বিলিয়ন (১১৯৭ কোটি) ডলার। ওয়াল স্ট্রিট ধারণা করেছিল এ আয় হবে ১১.৪১ বিলিয়ন। অর্থাৎ নেতিবাচক খবরের শিরোনামে এলেও ফেসবুকের বিজ্ঞাপন থেকে আয় কমেনি।

এ বিষয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ফেসবুক কমিউনিটি এবং বিজনেস ২০১৮ সালে ভালোভাবেই পথচলা শুরু করেছে।

জাকারবার্গ আরও জানিয়েছেন, ফেসবুক কমিউনিটিকে নিরাপদে রাখার দায়িত্ব রয়েছে তাদের। এ কাজটিতে তারা ব্যর্থ হয়েছেন। তা সত্ত্বেও সামনে এগিয়ে যেতে তিনি বদ্ধপরিকর।

জাকারবার্গ জানিয়েছেন, গত বছরের তুলনায় তাদের আয় বেড়েছে ৫০ শতাংশ, ব্যবহারকারী বেড়েছে ১৩ শতাংশ। বর্তমানে ফেসবুকে প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছে ২২০ কোটি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:০৫পিএম/২৮/৪/২০১৮ইং)