• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

ডেঙ্গু রোধে ট্রেনে মশার ওষুধ


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০১৯, ১১:০০ AM / ৪৪
ডেঙ্গু রোধে ট্রেনে মশার ওষুধ

 

ঈদ যাত্রায় মশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয়। এজন্য সব ট্রেনেই মশার ওষুধ ও স্প্রে ব্যবহার করছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রেলের ঈদুল আজহার সেবা শুরু হয়েছে।

এই দিন আন্তঃনগর ও মেইল মিলে ৫২টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। সব ট্রেনেই ফগা মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে। এছাড়া দুর্গন্ধ রোধে স্প্রেও দেওয়া হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক বলেন, সব ট্রেনে রেলের নিজস্ব ফগা মেশিন দিয়ে মশার ওষুধ দেওয়া হচ্ছে। এছাড়াও সিটি করপোরেশনের টিম মশা রোধে কাজ করছে।

তিনি বলেন, কেউ যাতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হয়, এজন্য রেলওয়ের এই উদ্যোগ।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৫৯এএম/৭/৮/২০১৯ইং)