• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

ডায়াবেটিস-হৃদরোগ কমাতে খান চকোলেট


প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০১৭, ৭:২৪ PM / ৬৩
ডায়াবেটিস-হৃদরোগ কমাতে খান চকোলেট

ঢাকারনিউজ২৪.কম:

যদি নিয়মিত চকোলেট খান তবে এখন থেকে ডার্ক চকোলেট খাওয়ার চেষ্টা করুন। নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ডার্ক চকোলেট খেলে ডায়াবেটিস এবং হৃদরোগের সম্ভাবনা কমবে।

লুক্সেমবুর্গে ১৮ থেকে ৬৯ বছর বয়সি ১, ১৫৩ জনকে নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গেছে, প্রতিদিন একশো গ্রাম করে ডার্ক চকোলেট খেলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে এবং লিভার এনজাইমস বাড়ে। হৃদরোগের পেছনে ইনসুলিন সংবেদনশীলতা একটা বড় কারণ। এই সমীক্ষার ফল সম্প্রতি ‘ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন’-এও প্রকাশিত হয়েছে।

সমীক্ষা চালানোর সময়ে মানুষের জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এমনকি কে কতবার দিনে চা-কফি খান, তাও মাথায় রাখা হয়েছে। কারণ চা এবং কফিতে পলিফেনল থাকে। যা চকোলেটের খাদ্যগুণ বাড়িয়ে হৃদরোগের মোকাবিলা করতে সাহায্য করে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.২৪ পিএম/০৩//২০১৭ইং)