• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০১৮, ১০:১৯ PM / ৪১
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

ফরিদুল ইসলাম(রঞ্জু), ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে আব্দুল মালেক (৫৫) হত্যা মামলায় আজিম উদ্দীন নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ দুপুরে   অতিরিক্ত দায়রা জজ মো:হায়দার আলী জনাকীর্ন আদালতে উক্ত আদেশ দেয়। সুপ্রীমকোর্টের হাইকোর্ট   বিভাগের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে মোঃ আজিম উদ্দিনের মৃত্যু না হওয়া পর্যন্ত তাহার গলায় ফাঁসির রজ্জু দ্বারা ফাঁসিতে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।অপরদিকে আসামী ইয়াকুব আলী,সলিম উদ্দীন,মসিবর রহমান,রোজিনা বেগম,সাজেদা বেগম ও মরিয়ম বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস প্রদান করে।

মামলার বিবরণে জানা যায়,২০১৫  সালের ৪ জুন   দন্ডিত আসামী আজিম উদ্দীন সদলবলে প্রতিবেশি আব্দুল খালেকের বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং   বাড়ির লোকজনকে গালমন্দ করে।ওই সময় আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল মালেক বাঁধা দিতে গেলে আজিম উদ্দীন কুড়াল দিয়ে তার  মাথায় সজোরে কোপ মারে।গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি   করা হয়।কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিনের মাথায় ১০ জুন রাতে আব্দুল মালেক মারা যায়।
এ ঘটনায় আব্দুল মালেকের বড় ভাই আব্দুল খালেক বাদী হয়ে আজিম উদ্দীন সহ ৭ জনকে আসামী করেএকটি হত্যা মামলা   দায়ের করে।পুলিশ মামলার তদন্ত অন্তে সকলের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে।বাদীর অভিযোগ,পুলিশের চার্জসীট  ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমানে আজিম উদ্দীনের   বিরুদ্ধে   অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত উপরোক্ত আদেশ প্রদান করেন।

(ঢাকারনিউজ২৪কম/এসডিপি/১০:১৮পিএম/৩০/৪/২০১৮ইং)