• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নৌকার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ


প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০১৮, ৮:০২ PM / ৭২
ঠাকুরগাঁওয়ে নৌকার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামীলীগ থেকে সাবেক এমপি ইমদাদুল হককে মনোনয়ন দেয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পীরগঞ্জ উপজেলা আ:লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।শনিবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা ও রেলগেট মোড়ে অবস্থান করে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন উপজেলা আ:লীগ। এর আগে সকালে বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে দেন নেতাকর্মীসহ বিভিন্নস্তরের মানুষ। এদিকে এই কর্মসূচী চলাকালিন পীরগঞ্জ পৌর এলাকায় প্রায় বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি ইমদাদুল হক,পীরগঞ্জের মেয়র কশিরুল আলম,ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তরা সাবেক এমপি ইমদাদুল হককে আ:লীগ থেকে মনোনয়ন দেয়া না হলে রাজপথ রেলপথ বন্ধ সহ কোঠর কর্মসূচির হুশিয়ারী দেন।উল্লেখ্য এ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে বর্তমান এমপি ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলীকে মনোনয়ন দেওয়ার খবরে এই কর্মসূচী পালন করা হয়। তবে এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক এমপি ইমদাদুল হক।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৫৭পিএম/১/১২/২০১৮ইং)