• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ব্রিজের পাশ থেকে তোলা হচ্ছে বালু, হুমকিতে ব্রিজ ও পার্শ্ববর্তী স্কুল


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২০, ৪:৪৫ PM / ৩৩
ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ব্রিজের পাশ থেকে তোলা হচ্ছে বালু, হুমকিতে ব্রিজ ও পার্শ্ববর্তী স্কুল

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ব্রিজের ৫০ ফিট দূর থেকে ড্রেজার মেশিন দিয়ে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। আর সেই বালু ব্যবহার করা হচ্ছে আবার নির্মাণাধীন ব্রিজেই। এতে হুমকির মুখে পড়ছে নির্মাণাধীন ব্রিজ, পার্শ্ববর্তী স্কুল ও কলেজসহ বড় বড় স্থাপনাগুলো। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়।বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত তীরনই নদীতে এমন চিত্র দেখা গেলেও ব্রিজের নির্মাণ কাজ পরিচালনার জন্য নিযুক্ত স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধির তা চোখেই পড়ছেনা।গত এক বছর ধরে তীরনই নদী থেকে অবৈধভাবে বেশ কয়েকটি স্থানে বালু উত্তোলন করা হয়ে আসছে। স্থানীয়রা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে বিষয়টি মৌখিক ও লিখিতভাবে স্থানীয়রা অবগত করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।বালিয়াডাঙ্গী উপজেলার বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার গত বছরের মাঝামাঝিতে দুটো ড্রেজার মেশিন জব্দ করে থানায় দেয়। কিন্তু অজ্ঞাত কারণে সেই মেশিনগুলো পুনরায় তীরনই নদীতে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।উপজেলা প্রকৌশল সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকা ব্যয়ে বালিয়াডাঙ্গী জিসি ভায়া বাদামবাড়ী হাট বাজার সংলগ্ন তীরনই নদীর উপর ৭০ মিটার গার্ডার ব্রিজের নির্মাণ করা হচ্ছে। আর সেই ব্রিজের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে ব্রিজের ৫০ ফিট দূর থেকে উত্তোলন করা বালু।স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তীরনই নদী থেকে নিয়মিত বালু উত্তোলন করছে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে বালু উত্তোলন বন্ধে কোনো ধরনের অভিযান না থাকার কারণে বেপরোয়া হয়ে উঠেছে বালু ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, বালু উত্তোলনের বিষয়টি তার জানা নেই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/০৪:৪৫পিএম/২০/১/২০২০ইং)