• ঢাকা
  • বুধবার, ২২ মে ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ৭, ২০১৮, ১২:১৩ AM / ৮১
ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদুল ইসলাম(রঞ্জু), ঠাকুরগাঁও : “বাঁচলে কৃষক বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”, শ্লোগানকে অন্তরে ধারণ করে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ইউনিয়নের ভাউলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন, রায়পুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরুল ইসলাম,ইউনিয়ন আ’লীগের সা: সম্পাদক জয়দেব বর্মন প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম।সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মো: গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আহ্বায়ক প্রেমহরি বর্মন।
এসময় বক্তারা বলেন,শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে।আজকের এই সম্মেলনের মাধ্যমে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে এবং আগামী সংসদ নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে এই কমিটি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:১২এএম/৬/৫/২০১৮ইং)