• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এবার পেঁয়াজের পর লবণ আতঙ্ক!


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০১৯, ৪:৪৮ PM / ৩৬
ঠাকুরগাঁওয়ে এবার পেঁয়াজের পর লবণ আতঙ্ক!

 

পেঁয়াজের পর এবার ঠাকুরগাঁওয়ে লবণ আতঙ্ক বিরাজ করছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকেই গুজব ছড়িয়ে পরে লবণের দাম বাড়বে।এই গুজবে মানুষ পাগলের মতো ছুটতে থাকে লবণের পেছনে।সারা শহর যেনো এখন লবণ ময়।শহর ঘুরে দেখা গেছে মানুষের হাতে হাতে লবণের প্যাকেট। কারও হাতে ২কেজি,কারও হাতে ৫ কেজি কারও কারও হাতে তার চেয়েও বেশী।ঠাকুরগাঁও ভেলার হাটের ক্রেতা রাজু জানালেন,লবণের দাম বাড়বে শুনে আমি দুই কেজি কিনেছি।শহরের আশ্রমপাড়া মহল্লার নজরুল ও একই কথা বললেন।হাজিপাড়ার ক্রেতা জমির বলেন,বলাতো যায়না কখন কোন জিনিসের দাম বাড়ে তাই ৫ কেজি কিনে রাখলাম।আশ্রমপাড়া মহল্লার বিক্রেতা হীরা লাল রায় বলেন,সকাল থেকে লবণ বিক্রি করতে করতে অস্থির হয়ে পড়েছি।বিক্রেতা তানুও বললেন একই কথা।হীরা লাল জানান, লবণ বিক্রি করতে গিয়ে আমার স্টক শেষ হয়ে গিয়েছিল,আবার মাল ঢুকেছে।আমরা আগের রেটেই লবণ বিক্রি করছি।তবে কিছু জায়গায় দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়ী সঙ্কট দেখিয়ে বাড়তি দামে বিক্রি করছে।বর্তমানে বাজারে মোল্লা সল্ট ৩৫ টাকা,তিতাস ২৫ টাকা,এসিআই ২৫ টাকা,ফ্রেশ লবণ ৩৫ টাকা।হীরা লাল জানান, আমি এই রেটেই বিক্রি করছি।সকালের পর শহরের সবচেয়ে বড় বাজার কালীবাড়িতে দোকানীরা লবণ নেই বলে ক্রেতাদের কিছুটা ঘাবড়ে দেয়।দুপুরের পরে বাজার ঘুরে কিছুটা স্বাভাবিক অবস্থা দেখা গেছে।এদিকে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ করেছেন জেলা প্রশাসকের।
এব্যাপারে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আবদুল্লাহ-আল-মামুন বলেন লবণের কোন সঙ্কট নেই। গুজব ছড়িয়ে কিংবা অন্য কোন কারণ দেখিয়ে অকারণে লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বাড়ালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে সকলকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/০৪:৫০পিএম/১৯/১১/২০১৯ইং)