• ঢাকা
  • রবিবার, ০২ Jun ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

ট্রাম্পের আইনজীবীর অফিসে এফবিআইয়ের হানা


প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০১৮, ৮:৫৩ AM / ৩৭
ট্রাম্পের আইনজীবীর অফিসে এফবিআইয়ের হানা

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের অফিসে অভিযান চালিয়েছে এফবিআই। একজন পর্নস্টারকে ১ লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছিলেন কোহেন। পর্নস্টারটি দাবি করে, ট্রাম্পের সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে।

কোহেনের এটর্নি স্টিফেন রায়ান জানান, গোয়েন্দারা কোহেন ও তার মক্কেলের মধ্যকার যোগাযোগের নথিপত্র জব্দ করেছে।

মার্কিন বিশেষ কৌসুলি রবার্ট মুলারের অনুরোধে এফবিআই কোহেনের নিউ ইয়র্ক অফিসে এ অভিযান চালায় বলে জানা গেছে। গত নির্বাচনে ট্রাম্পের প্রচারণা দলের সাথে রাশিয়ার যোগসাজশ নিয়ে তদন্ত করছেন এই মুলার।

কোহেন দীর্ঘদিন ধরে ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করছেন। ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসা ও ব্যক্তিগত কর্মকাণ্ডে আইনী সহায়তা দেন কোহেন। নির্বাচনে ট্রাম্পকে জিতে আসতেও ভূমিকা রাখেন ট্রাম্প।

উল্লেখ্য, স্ট্রমি ড্যানিয়েলস নামের একজন পর্নস্টার দাবি করেন মার্কিন প্রেসিডেন্টের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। ২০১৬ সালের নির্বাচনকে সামনে রেখে তার মুখ বন্ধ রাখতে কোহেনকে দিয়ে ট্রাম্প তাকে ১ লাখ ৩৯ হাজার ডলার অর্থ দেন। সূত্র, গালফ নিউজ।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৫২এএম/১০/৪/২০৮ইং)