• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

টেলিভিশন মুখের নির্দেশেই চলবে!


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০১৭, ২:০৫ PM / ৩৪
টেলিভিশন মুখের নির্দেশেই চলবে!

ঢাকারনিউজ২৪.কম:

আমাদের হাতের নাগালে চলে আসছে প্রযুক্তি। শিগগিরই বাজারে আসছে ছোট্ট একটি যন্ত্র, দেখতে অনেকটা রিমোট কন্ট্রোলের স্টিকের মতোই। কণ্ঠস্বর চিহ্নিত করে নির্দেশনা পৌঁছে দেওয়ার এ যন্ত্রটি বাজারে ছাড়ছে অ্যামাজন। যন্ত্রটি পরিচিত হবে পরবর্তী প্রজন্মের ফায়ার ‘টিভি স্টিক’ নামেই। এর ফলে আপনাকে আর রিমোর্ট টেপার ঝামেলা করতে হবে না। কারণ আপনার মুখের নির্দেশেই চলবে টেলিভিশন!

প্রধানত টেলিভিশন পরিচালনা করতেই ব্যবহার হবে এটি। আর এতে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ হচ্ছে বলেই ব্যবহারকারীরা আরও অনেক সুবিধা পাবেন।

অ্যামাজন থেকে জানানো হয়েছে, পাশে বসা বন্ধুকে বলার মতো করে বললেই হবে, ফায়ার টিভি স্টিক সেটি চিহ্নিত করে টিভির উপযোগী তরঙ্গ তৈরি করে ফেলবে এটি। আবার অ্যামাজনের ভিডিওগুলো সামনে এগিয়ে দেখা বা পেছনে ফিরিয়ে দেখা দুটোই করতে পারবেন কেবলমাত্র আপনার কণ্ঠস্বরের মাধ্যমে। শুধু অ্যালেক্সাকে আদেশ করবেন, ভিডিওটিকে ৩০ সেকেন্ড পেছনের দিকে নাও বা দুই মিনিট সামনে নাও।

নতুন এই ফায়ার টিভি স্টিক দিয়ে আরও বেশ কয়েকটি কাজ করা সম্ভব। এই রিমোট দিয়ে আপনার স্মার্ট হোম ডিভাইসগুলোও কাজ করবে। রিমোটের কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন আবহাওয়ার খবর, খেলার স্কোর, এমনকি ছাড়তে পারবেন গান। শুধু তাই নয়, বাজার করা থেকে শুরু করে বাইরে খেতে বা ঘুরতে যাওয়ার জন্য গাড়িও ভাড়া করতে পারবেন এই রিমোট দিয়ে!

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০২.০৫পিএম/২৭//২০১৭ইং)