• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় ৫৩ দুগ্ধ সমবায়ী পেল ২ লাখ ৪০ হাজার টাকা করে ঋণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০১৮, ৬:৫৫ PM / ২৯
টুঙ্গিপাড়ায় ৫৩ দুগ্ধ সমবায়ী পেল ২ লাখ ৪০ হাজার টাকা করে ঋণ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাভী ক্রয়ের জন্য ৫৩জন দুগ্ধ-সমবায়ীর প্রত্যেককে ২ লাখ টাকা করে এবং গো-খাদ্য ক্রয়ের জন্য ৪০ হাজার টাকা করে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন। ‘বৃহত্তর ফরিদপুর চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদি পশুর জাত উন্নয়ন ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিকরণ কারখানা স্থাপন’ প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক ঋণ বিতরণ অনুষ্ঠানে টুঙ্গিপাড়ার ১৭টি দুগ্ধ-সমিতির ৫৩ জন সদস্যের হাতে এ সব ঋণের চেক তুলে দেয়া হয়।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মো: আতাহার আলী। আলোচনায় আরও অংশ নেন বিশেষ অতিথি টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও মো: নাকিব হাসান তরফদার প্রমূখ।

আলোচনা শেষে অতিথিগণ সমবায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৫২পিএম/২৬/৯/২০১৮ইং)