• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

ঝিনাইদহ এলজিইডির ৫শ’ ৪২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০১৮, ৭:৩৯ PM / ১০৬
ঝিনাইদহ এলজিইডির ৫শ’ ৪২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

ঝিনাইদহ থেকে টুটুল বিশ্বাস : ঝিনাইদহ এলজিইডি সারা জেলায় পল্লী সড়ক, স্কুল, হাট বাজার, মুক্তিযোদ্ধাদের বাড়ি, কমপ্লেক্সসহ বিভিন্ন অবকাঠামো নির্মানে ৫শ ৪২ কোটি ২৮ লাখ লাখ টাকা ব্যয় করেছে। এ সময় জেলাব্যাপী শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে নির্মান করা হয়েছে ৯৮৪.৭০ কিলোমিটার গ্রামীন সড়ক। নয়নাভিরাম এ সব সড়ক গ্রামীন জীবনযাত্রার মান বৃদ্ধি করে শহরের সাথে গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজতর করে দিয়েছে। সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নে ঝিনাইদহ এলজিইডি এ সব মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। ওই অফিস সুত্রে জানা গেছে, ২০০৯ থেকে ঝিনাইদহ জেলায় ৯৮৪.৭০ কিলোমিটার পল্লী সড়ক নির্মানে তারা ব্যায় করেছে চারশ ৪ কোটি ৪১ লাখ টাকা। বর্তমানে ১৩৫ কিলোমিটার সড়কের নির্মান কাজ চলমান রয়েছে। সড়ক উন্নয়নকে টেকসই করতে নিয়মিত জেলার সড়কগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ২০০৯-২০১৭ সাল পর্যন্ত ঝিনাইদহ জেলায় মোট ১০৪৭.৩৪ কিঃ মিঃ রাস্তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এ কাজে মোট ১৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া ২৩ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৪৮০.৭৫ মিটার সেতু/কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় শতভাগ শিশুর উপস্থিতি নিশ্চিত এবং আনন্দময় শিক্ষা শৈশবের জন্য সরকার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও পুনঃনির্মাণের ধারাবাহিকতায় ২০০৯ থেকে ৬৫ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৫৫টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও পুনঃনির্মাণ করা হয়েছে। গ্রামীণ অর্থনীতির গতিশীল সঞ্চালনে ঝিনাইদহ এলজিইডি ৯ বছরে ১০ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ২টি উপজেলা পরিষদ ভবন, ৪ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ৭টি ইউনিয়ন পরিষদ ভবন, ৯ কোটি ৭৪ লাখ ২৯ হাজার টাকা ব্যায়ে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষন ইনষ্টিটিউট (বারটান) এর ২টি ভবন ও বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঝিনাইদহ জেলায় ৫টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করা হয়েছে। যাতে ব্যয় হয়েছে ৯ কোটি ৭৮ লাখ টাকা। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৩৯টি বীরনিবাস নির্মাণ করা হয়েছে। ঝিনাইদহ এলজিইডির র্নিবাহী প্রকৌশলী জনাব মোঃ আব্দুল মালেক জানান, পল্লী সড়ক শুধু সড়কই নয়। কর্মসংস্থান, জীবিকা ও উন্নততর জীবনেরও অবলম্বন। পল্লী সড়কের হাত ধরেই আসে কৃষি উৎপাদন, শিক্ষা-স্বাস্থ্য প্রবেশগম্যতা, দারিদামুক্তি সর্বোপরি মানবউন্নয়ন। তাই পল্লী সড়ক উন্নয়নে বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। তিনি বলেন, সরকারের রুপকল্প বাস্তবায়নের অংশ হিসাবে ঝিনাইদহ জেলায় বিগত নয় বছরে অনেক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আরও অনেক কাজ বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন আছে। স্থানীয় উন্নয়নের মাধ্যমে জনগনের জীবন মান উন্নয়ন করতে নিবেদিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:২৮পিএম/১২/৪/২০১৮ইং)