• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

ঝিনাইদহে ফের ২ মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দিয়েছে জনতা


প্রকাশের সময় : মে ৩১, ২০১৮, ৬:০৯ PM / ৭৭
ঝিনাইদহে ফের ২ মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দিয়েছে জনতা

ঢাকারনিউজ২৪.কম, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরের চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দিয়েছে স্থানীয় জনতা ও পুলিশ। বুধবার বিকেলে হাটগোপালপুর পুলিশ ক্যাম্প এ অভিযান চালায়। ঝিনাইদহ সদর থানর ওসি এমদাদুলক হক শেখ জানান, দেশব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে তার নির্দেশে বুধবার বিকেলে হাটগোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই তারিফুল ইসলাম, এ এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাজারপাড়ার আনিচুর রহমান ওরফে খোড়া আনছু ও দক্ষিন পাড়ার গাজা বিল্টুর বাড়িতে অভিযান চালায়। এসময় স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ ওই ২ জন মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দেয়। এসময় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। জেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:০৫পিএম/৩১/৫/২০১৮ইং)