• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫


প্রকাশের সময় : মার্চ ৩, ২০১৮, ১০:০৩ PM / ২৭৭
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

আতিকুর রহমান,ঝিনাইদহ : ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে ।এসময় ভাঙচুর করা হয়েছে ২০টি বাড়ি।

শনিবার সকালে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সীতারামপুর, পরানপুর ও চন্দ্রজানী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের বিরোধ চলে আসছিল। সকালে সীমরামপুর গ্রামে চা পানকে কেন্দ্র করে উভয়পক্ষের দু’জন সমর্থকের বাক-বিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন এবং ২০টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/রাসিব/১০:০২পিএম/০৩/০৩/২০১৮ইং)