• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১


প্রকাশের সময় : জুলাই ১২, ২০১৮, ১১:৫৩ AM / ১০৩
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নুরু (৪৫) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম। গত ভোর রাত ৩ টার দিকে এ উপজেলার পুরন্দপুর এলাকায় এঘটনা ঘঠে।অতিরিক্ত পুলিশ সুপার কোটচাদপুর সার্কেল মির্জা সালাউদ্দিন জানান, মহেশপুর থানার পুলিশ কালীগঞ্জ-জীবননগর সড়কে টহল দিচ্ছিল। এসময় মহশেপুরের পুরন্দপুর এলাকায় ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এভাবে বন্দুক যুদ্ধচলার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে নুরু নামের এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করে। পরে ঘটনাস্তল থেকে গুলি সহ একটি বন্দুক, করাত, হাশুয়া সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরো জানান, নিহত নুরু এলাকার একজন চিহ্নিত ডাকাত সদস্য। সে সড়কে বিভিন্ন সময় বাস ডাকাতির সাথেও জড়িত ছিল।তার বাড়ি ওই এলাকায়ই।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৫২এএম/১২/৭/২০১৮ইং)