• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

জয়পুরহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২০, ১:৫৬ PM / ২০৭
জয়পুরহাটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জয়পুরহাটে পুলিশ বিভাগের আয়োজনে উপজেলা পর্যায়ে কাবাডির খেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে সদর উপজেলার ফাইনাল খেলায় বম্বু ইউনিয়ন দলকে কে হারিয়ে পুরানাপুল ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়।

খেলায় জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১০টি দল অংশ নেয়। আগামী ২৬ মার্চ ৫ উপজেলার সেরা দুটি দল উপজেলা পর্যায়ে ফাইনালে খেলবে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম। এ সময় অন্যান্যের মধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার হোসেন আনু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, বম্বু ইউপি চেয়ারম্যান মোল্লা সামছুল হক, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৫৬পিএম/১৫/৩/২০২০ইং)