• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

জয়পুরহাটের ২ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল(ভিডিও)


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০১৮, ৮:০২ PM / ৪৬
জয়পুরহাটের ২ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল(ভিডিও)

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট : জয়পুরহাটের দু’টি সংসদীয় আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বুধবার প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে এ তথ্য পাওয়া গেছে।
জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা গেছে, জয়পুরহাট-১ সংসদীয় আসনে আওয়ামীলীগের সামছুল আলম দুদু, বিএনপি’র ফজলুর রহমান, ফয়সল আলীম, মমতাজ উদ্দিন মন্ডল, জাতীয় পার্টির তিতাস মোস্তফা, বামগণতান্ত্রিক জোটের বাসদ নেতা ওয়াজেদ পারভেজ, ইসলামী আন্দালন বাংলাদেশের জহুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ ও আলেয়া বেগম।
জয়পুরহাট-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএনপি’র গোলাম মোস্তফা, আবু ইউসুফ মো: খলিলুর রহমান, জাতীয় পার্টির আবুল কাশেম,বামগণতান্ত্রিক জোটের বাসদ (মার্কসবাদী) শাহ জামাল তালুকদার,জাসদের আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল বাকি।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, জেলার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও দু’জন স্বতন্ত্রপ্রার্থী সহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

https://www.youtube.com/watch?v=5l1oEj3i9sI&feature=youtu.be

 

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৮:০০পিএম/২৮/১১/২০১৮ইং)