• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

জোনাক পোকা


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০১৭, ৩:৩৭ PM / ৪৩
জোনাক পোকা

ঢাকারনিউজ২৪.কম:

 জোনাক পোকা, জোনাক পোকা
আলোক বাতি জ্বালো
খোকার চোখে ঘুম আসে তাই
দূর করে দাও কালো।

সাঁঝের বেলা কোথায় ছিলে
মাঝ রাতে যে আসো
দুষ্টু তুমি বুঝছি এবার
নাও গোটা দুই ঘুসো।

জোনাক পোকা, জোনাক পোকা
একটি কথা শোনো
আলোক দেশের হিরক রাজা
আর ঘুমাই না যেনো।

সন্ত্রাসী আর গুম হয়ে যায়
কোন সে তিমির আঁধার
হাজার রংয়ের পুচ্ছ দিয়ে
আলোক জ্বালো তোমার।

সেই আলোতে ভাসিয়ে দাও
মনের যত কালি
আামরা কী তোমায় দেখতে চায়
বন-বাঁদারে খালি?

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৩.৩৩পিএম/২২//২০১৭ইং)