• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

জাপানে দাতব্য আশ্রমে আগুনে ১১ জনের মৃত্যু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০১৮, ১২:৩২ PM / ৩০
জাপানে দাতব্য আশ্রমে আগুনে ১১ জনের মৃত্যু

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাপানে দুস্থ ব্যক্তিদের জন্য পরিচালিত একটি দাতব্য আশ্রমে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই ছিলেন বৃদ্ধ।

৩১ জানুয়ারি বুধবার রাতে জাপানের উত্তরাঞ্চলের সাপ্পোরো শহরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জাপানের সংবাদমাধ্যম এনএইচকের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

তিনতলা বিশিষ্ট এই ভবনে অর্থকষ্টে থাকা ১৬ জন মানুষ থাকতেন। তাদের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করতে সক্ষম হয় দমকল কর্মীরা। তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশংকামুক্ত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাপ্পোরো শহরের এই ভবনে ৫০ থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধরা খুবই কম ভাড়ায় থাকতেন।

এই দাতব্য আশ্রম কর্তৃপক্ষ দুস্থ ব্যক্তিদের কম খরচে থাকার ব্যবস্থা করে দেয় এবং চাকরি খুঁজে পেতে সাহায্য করে। সূত্র : বিবিসি, রয়টার্স

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৩০পিএম/১/২/২০১৮ইং)