• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

জাতীয় শোক দিবস: আত্মশক্তির সততাই হোক, পিতা মুজিবের শ্রদ্ধা জানানোর মাধ্যম


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০১৯, ১:০৫ PM / ৩৫
জাতীয় শোক দিবস: আত্মশক্তির সততাই হোক, পিতা মুজিবের শ্রদ্ধা জানানোর মাধ্যম

আতাউর রহমান বিপ্লব : আমি বৃক্ষের কাছে চাই ছায়া,, জীবনের কাছে চাই শক্তি,,ইতিহাসের কাছে নিই সত্যের শিক্ষা।। বেদনাময় এই দিন কে ঘিরে গোটা জাতী একত্রিত হয়।। এই স্মৃতি বেদনার ও অনুভবের ।। বারবার একটি আত্নপ্রশ্ন আমাকে তাড়িত করে, কেউ কি দেখেছে এমন মৃত্যু ?? শুধু বাংগালী জাতীর নয়, পৃথিবীর ইতিহাসে এ ধরনের হত্যাকান্ড বিরল।। এতটা নিমম আর পাশবিক হত্যার শিকার হয়নি কোন রাজনিতিবিদ।। একের পর এক কন্টকাকীন পথ পাড়ি দিতে দিতে, , বাংগালী জাতী আজও থাকে স্মরন করে।।

received_476772683159676

পিতা মুজিব তার বিশ্বাস গচ্ছিত রেখে গেছেন এদেশের মাটি আর মানুষের কাছে।। আমজনতা সেই বিশ্বাস রক্ষা করেছে বটে কিন্তু তাকে রক্ষা করতে পারেনি।। মানুষের মনে যিনি পৌঁছান, তখন মানুষই তার বিচারক হয়ে ওঠে।। তার বিশেষণ বা অলংকারের প্রয়োজন হয় না।। স্বপ্ন হত্যার ৪৪ বছর পরোও আমরা কি তাকে নিয়ে শুধু স্মৃতির মিনার গড়বো?? আসুন শোক কে শক্তিতে পরিনত করি।। আত্নবিশ্লষনের মধ্য দিয়ে ফিরিয়ে আনি পিতা মুজিবের কমময় জীবনের আদশ’।।একটি দেশ,একটি জাতী ,অমিত সাহশ ও দুবার প্রেরনায় জেগে উঠার সুপ্তমন্ত্র উচ্চারণ করেছেন শেখ মুজিবুর রহমান।। তার মৃত্যুর কি প্রয়োজন ছিল?? । এ লজ্জা রাখবো কোথায়।। এই বেদনা- গম্বীর স্মৃতি তপনে আমাদের বিবেক জাগ্রত হোক।। তাকে শ্রদ্ধা জানানোর আগে নিজেদের আত্ন অহমিকা ও আত্নপ্রত্যারনার বলয় থেকে মুক্ত হতে হবে।।পিতা মুজিবের স্বপ্নময় সোনার বাংলা গড়ার স্বপ্ন কে সফল করার প্রেরনা আজ আমাদের শক্তি হয়ে উঠুক।। আত্নশক্তির সততাই হোক তাকে শ্রদ্ধা জানানোর মাধ্যম ।। এ সত্য অনুভবের ।। তবুও ভেজা চোখে সবিনয় মিনতি,, আবার কবে আসবে তুমি ।।

লেখক,সাংবাদিক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা।।
email, biplob.kurigram @gmail,com. cell,01716199110.