• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

জনতা ব্যাংকের ২ পরিচালককে অপসারণ


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০১৮, ১২:১১ AM / ৩১
জনতা ব্যাংকের ২ পরিচালককে অপসারণ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আলোচিত রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের দুই পরিচালককে অপসারণ করেছে সরকার। গত বুধবার তাদের অপসারণ করা হয়। সেদিনই জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ তা অনুমোদন করে। বাংলাদেশ ব্যাংকও তাতে অনুমোদন দেয়।

এরা হলেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবদুল হক।

এর ফলে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের আকার কমে হলো ৮। যদিও পর্ষদে ১৩ জন পরিচালক থাকার কথা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সরকার (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) এ দুজনকে নিয়োগ দিয়েছিল। সরকারই এ দুইজনকে অপসারণ করার জন্য জনতা ব্যাংককে বলে।

আবদুল হকের মেয়াদ ছিল ২০২০ সালের ১০ জুলাই পর্যন্ত। আর মানিক চন্দ্রর মেয়াদ ছিল ২০১৯ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত।

অভিযোগ উঠেছে, ভুয়া নথি দিয়ে বিভিন্ন পক্ষের যোগসাজশে ক্রিসেন্ট গ্রুপ ও এননটেক্স নামের দুই প্রতিষ্ঠানকে সাড়ে আট হাজার কোটি টাকার ঋণ দিয়ে এখন বিপাকে আছে জনতা ব্যাংক।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১২:০৬এএম/৬/১০/২০১৮ইং)