• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন


প্রকাশের সময় : মে ৩, ২০১৮, ১০:৫৭ AM / ৭০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে স্বপদে পুনর্বহালের দাবিতে ফের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ ৩ মে(বৃহস্পতিবার) থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের এই ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী গালিব আফসারি জানান, বুধবার দুপুরে জরুরি সভা শেষে ফের ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আগামী ১০ কার্যদিবসের মধ্যে অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহালের দাবিও জানানো হয়।

গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠকে প্রকাশনা জালিয়াতির অভিযোগে এই অধ্যাপককে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

এর আগে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কলাভবন ও বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে এ ধর্মঘটে অংশ নেন।

ওই দিন শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ রাখা হয় ইসলামিক স্টাডিজ বিভাগের মিডটার্ম পরীক্ষাও। এ ছাড়া ‘কোটা সংস্কার চাই’ ও ‘সকল বৈষম্যের অবসান চাই’ নামের আরও দুটি গ্রুপেও অধ্যাপক নাসির উদ্দিনেকে চাকরিচ্যুত করার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫৬এএম/৩/৫/২০১৮ইং)