• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

ছবি


প্রকাশের সময় : জুন ১১, ২০১৭, ১১:৫৯ AM / ৪৩
ছবি

শামসুল আলম বেলাল

__________________________

ছবি, তুমি কি আসলেই ছবি?
তোমারও তো ঢেউ খেলানো নিকষ কালো চুল আছে
চুলের ঠিক মাঝখানে সিঁথি আছে সরল রেখার মতো
দু’গাছি চুল দু’কানের পাশ ঘেঁষে অবলীলায় নেমে গেছে
দু’গালের দেয়াল বেয়ে বেয়ে ক্রমান্নয়ে নীচের দিকে।

ছবি, তুমি কি আসলেই ছবি?
তোমারও তো খোলা মাঠের মতো এক সুপ্রশস্ত কপাল আছে,
আছে এক জোড়া ভুরু তরবারীর মতো শুয়ে দু’চোখের ওপর
চোখের পাতায় অবিরাম নাচে কল্পনার চঞ্চল প্রজাপতি
দৃষ্টি হানে সুতীক্ষ্ণ তীর আরব কুমারীর আমার বুকের ওপর।

ছবি, তুমি কি আসলেই ছবি?
তোমারও তো এক চিলতে হাসি আছে রাঙ্গা দু’ঠোটের ফাঁকে
তৃতীয়া চাঁদের মতো দু’মাড়ি রূপোলী ঝকঝক দাঁতের ওপর
আছে সূচালো চিবুক-হয়তো দুফোটা ঘাম সাপের ছানার মত
ক্রমাগত নীচে নেমে যায় একেবারে বুকের মাঝ বরাবর।

ছবি, তুমি কি আসলেই ছবি?
তোমারও তো সুডৌল দু’বাহু আছে, ছুঁয়ে আছে পরম আদরে
ভরাট বুকের দুই উপত্যকা চিরদিনের এক সার্বভৌম অধিকারে
মসৃণ গ্রীবার ওপর দোল খায় বিরাট খোপা যেন কৃষ্ণ গোলাপ
কোন কথা না বলে অনেক কথা বল আমার সাথে দিন-রাত।