• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ‘অল ইংলিশ’


প্রকাশের সময় : মে ১০, ২০১৯, ১১:১১ AM / ৩৮
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ‘অল ইংলিশ’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে যাচ্ছে ‘অল ইংলিশ’। জুনের প্রথম দিন মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও টটেনহাম হটস্পার। এর মধ্যে লিভারপুল গেলবারের রানার্স আপ। আর টটেনহাম এই প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল।

ক্লাব ফুটবলের আরেকটি টুর্নামেন্ট ইউরোপা কাপের ফাইনালেও উঠেছে দুইটি ইংলিশ ক্লাব। অর্থাৎ এই টুর্নামেন্টের ফাইনালও হতে যাচ্ছে ‘অল ইংলিশ’। আজারবাইজানের বাকুতে ২৯ মে ইউরোপা কাপের ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও আর্সেনাল।

বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। আর আরেক সেমি ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে টাইব্রেকারে হারিয়ে আর্সেনালের সঙ্গী হয়েছে চেলসি।

এদিন ভ্যালেন্সিয়ার মাঠে সেমির ফিরতি লেগে ৪-২ গোলে জিতেছে আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল তারা।

এদিকে অন্য সেমি ফাইনালে চেলসি ও আইনট্রাখটের ম্যাচটি ১-১ গোলের ড্র হয়। তাদের প্রথম লেগটিও ১-১- গোলে ড্র হয়েছিল। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর তাতে ৪-৩ ব্যবধানে জেতে মাওরিসিও সারির দল।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:১২এএম/১০/৫/২০১৯ইং)